অনেক সময় দেখা যায় যে আমরা কম্পিউটার এ pendrive বা memory card লাগালে অটোমেটিক open হয়ে যায়। এতে করে pendrive এ যদি ভাইরাস থাকে, তাহলে সেই ভাইরাস আমাদের কম্পিউটার এ ঢুকে যায়। আর আপনারা তো জানেন, কম্পিউটার এ ভাইরাস ঢুকলে কি কি সমস্যা হয়। আজ আমি আপনাদের সাথে একটি উপায় শেয়ার করবো, যাতে করে আপনারা এই সমস্যা থেকে চিরো মুক্তি পান। কাজের কথায় আসি।
auto play
প্রথমে আপনি আপনার কম্পিউটার এর start বাটন এ ক্লিক করুন।
♦ এর পর run এ ক্লিক করুন।
♦ এখানে আপনি gpedit.msc লিখে enter দিন।
♦ এবার আপনি administrative templates এ ক্লিক করুন।
♦ এবার আপনি system এ ক্লিক করুন।
♦ তারপরে turn off autoplay তে ক্লিক করুন।
♦ এখানে আপনি enable এ ক্লিক করুন এবং ডান পাশে একটি বক্স এর মধ্যে cd drive লিখা আছে তার উপর ক্লিক করে all drive সিলেক্ট করুন,এর পরে নিচে ok বাটন প্রেস করুন।
♦ এবার শুধু কম্পিউটার টি একবার restart দিন।
♦ এবার আপনি pendrive বা memory card লাগিয়ে দেখুন,এই পদ্ধতি কাজে লাগছে কিনা।
0 Comment "আপনার Pendrive কম্পিউটারে লাগালে কি অটোমেটীক Pendrive ওপেন হয়ে যায়,তাহলে এই সমাধান আপনার জন্য."
Post a Comment