Stencil Banner Text Effect তৈরি করুন খুব সহযেই.

খুব সহযেই আপনি তৈরি করতে পারেন Stencil Banner Text Effect.চলুন শুরু করা যাক…..

১. Rectangles এবং Text তৈরি করন

ধাপ-১

প্রথমেই আপনার Photoshop open করুন এবং background color #edebdf সেট করে নিন। Background color সেট করতে Background color picker এর উপর ডাবল ক্লিক করুন এবং color বক্সে #edebdf কোডটি লিখুন ও OK চাপুন।

ধাপ-২

একটি 140 pixels Width এবং 200 pixels Height এবং Resolution 72 pixels এর নতুন Document খুলুন।
নতুন Document খুলতে File>New তে যান অথবা আপনার keyboard থেকে Ctrl+N চাপুন এবং OK চাপুন। একটি নতুন Document খুলবে

ধাপ-৩


Layer panel থেকে আপনার background Layer এর একটি Duplicate কপি তৈরি করুন। Duplicate কপি তৈরি করতে আপনার keyboard থেকে Ctrl+ J চাপুন অথবা Layer panel এর উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে Duplicate Layer চাপুন।


এবার ঠিক একই ভাবে background Layer এর যে Lock Layer টি রয়েছে তা Delete করে ফেলুন

ধাপ-৪


এবাপ আপনার rectangle এর উপর L অক্ষরাট লিখুন অথবা (যেকোন অক্ষর যা আপনার প্রয়োজন) অক্ষরটি অবশ্যেই rectangle এর মাঝে লিখবেন। L অক্ষরটি লেখার জন্য Type tool (T) অথবা keyboard থেকে T চাপুন। Lintsec font টি Select করুন না থাকলে এখান থেকে Download করে নিন। এখন font সেট করে নিন style regular এবং size 100 pt. এ


ধাপ-৫

এখন Ctrl চেপে ধরে Text Layer এর উপর ক্লিক করে L অক্ষরটি select করুন।

ধাপ-৬

এখন background Layer টি select করে Indicate Layer visibility বন্ধ করে দিন। তীর চিহ্ন দিয়ে দেখানো স্থানে ক্লিক করুন।


ধাপ-৭

এখন Eraser tool টি Select করুন অথবা keyboard থেকে E চাপুন।এবার selected অক্ষরটি মুছে ফেলুন। মুছার পর keyboard থেকে Ctrl+D চাপুন deselect করার জন্য।

ধাপ-৮
এখন আপনার Rectangle এর উপর দিকে দুটি ছিদ্র তৈরি করুন। ছিদ্র করার জন্য Elliptical marquee tool select করুন অথবা keyboard থেকে M চাপুন। সেট করুন এবং Width 7 pixels এবং Height 7 pixels সেট করুন। অথবা (আপনার ইচ্ছা অনুযায়ী) এবং পরে তা মুছে ফেলুন



২. Background তৈরি করা

ধাপ-১

আপনার যদি এরকম Image কোন background থাকে) এবং তা Photoshop open করুন।

ধাপ-২

এখনCtrl + L চাপুন অথবা Image>Adjustments>Levels এ যান এবং output level 15 এ সেট করে OK চাপুন।

Level adjust করার পর এটাকে দেখতে অনেক সুন্দর লাগছে..

3. Rectangle সাজানো

ধাপ-১

তৈরি করা সকল Rectangles গুলো একে একে background এর উপর paste করুন। Rectangles গুলো select করতে Ctrl + A চাপুন copy করতে Ctrl +C চাপুন।

Copy করার পর Ctrl + V চেপে background এর উপর paste করুন।এখন Ctrl + T চেপে আপনার পছন্দ মত বসান।

সবগুলো rectangles সাজানোর পর এরকম দেখাবে….




0 Comment "Stencil Banner Text Effect তৈরি করুন খুব সহযেই."

Post a Comment